মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম সহ ৬ জুয়ারিকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি রাত অনুমান ০৪.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আটগাঁও গ্রামের শহীদ মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ৬ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। আটককৃতরা হলেন ১। শহীদ মিয়া (৪০), ২। মাহাতাব আহমদ(৩৫), ৩। ফজলু মিয়া (৫০), ৪। রুবেল মিয়া (৩৩), ৫। আইয়ুব মিয়া (২৯) এবং ৬। জিতু মিয়া (৩৬)। আটককৃত সবাই মৌলভীবাজার সদর থানাধীন আমতৈল ইউনিয়নের আটগাঁও গ্রামের বাসিন্দা।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ মোট ১০৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ৬ জনের বিরুদ্ধে জুয়া আইনে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *