স্পোর্স ডেস্ক::হারানো তরীকে কূলে ভেড়াতে হলে যোগ্য একজন নাবিকের প্রয়োজন। আর সেই ভূমিকাটাই দীর্ঘদিন ধরে পালন করে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি দেশের অন্যতম সফল অধিনায়মাশরাফির অধিনায়কত্বে একের পর এক ম্যাচ জয়ের পাশাপাশি একাধিক সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে সেই সাফল্যের ছাপ রাখতে পেরেছেন মাশরাফি।
Thank you for reading this post, don't forget to subscribe!বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব দিয়ে শিরোপা উপহার দেন মাশরাফি। এরপর রংপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একবার করে শিরোপা উপহার দেন তিনি।
এবার দায়িত্ব নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের। তার ক্যারিশমায় আসরের অন্যতম সেরা শক্তিশালী দল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উন্নীত হয় সিলেট।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নবম আসরের ফাইনালে খেলবে সিলেট ও রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।
ফাইনালের ঠিক আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিলেটের তারকা ওপেনার নাজমুল হোসেন শান্ত বলেন, মাশরাফি ভাই দলে থাকায় আমরা সবাই ভালো এনভায়রনমেন্ট পেয়েছি। তার কারণেই ফাইনালে আসতে পেরেছি।
জাতীয় দলের এই ওপেনার আরও বলেন, অতীতে আমি দুইবার ফাইনালে খেলেছি; কিন্তু দুইবারই আমার দল হেরেছে। এবার বড় সুযোগ, ট্রফি জিতলে ক্যারিয়ারের জন্য ভালো। তখন বলতে পারব আমিও ওই দলের অংশ ছিলাম।
তরুণ ওপেনার তৌহিদ হৃদয়ের সঙ্গে বিপিএলে ওপেনিংয়ে খেলা প্রসঙ্গে শান্ত বলেন, হৃদয়ের সঙ্গে হেলদি কম্পিটিশন, দলের জন্য ভালো করাই দুজনের লক্ষ্য। খেলার অবস্থার কারণে অভিজ্ঞ কারও থাকা দরকার ছিল, সে কারণেই হয়তো তার সঙ্গে ওপেন করা।
শান্ত আরও বলেন, দুইটা ভালো দলই ফাইনালে, প্ল্যান এক্সিকিউশনের ওপরেই সব, কুমিল্লায় কত বড় প্লেয়ার আছে তা নিয়ে আমরা চিন্তিত নই। বাইরের জিনিস নিয়ে খুব চিন্তা করি না। স্কিল বাড়াতে ও রান বেশি করতে চেষ্টা করি।
ডায়ালসিলেট এম/

