Thank you for reading this post, don't forget to subscribe!
মনজু বিজয় চৌধুরী॥ বৈদ্যুতিক তারে কভার না থাকায় স্পৃষ্ট হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় চলতি ফেব্রুয়ারি মাসেই দুটি হনুমানের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে মারা যায় আরও একটি হনুমান।বন বিভাগের লাঠিটিলা বিটের দায়িত্বরত কর্মকর্তা মো. রুমিজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাঠিটিলা সংরক্ষিত বনের কমলছড়া এলাকায় ফেব্রুয়ারিতে এক সপ্তাহে দুটি ও গত অক্টোবরে একটিসহ তিনটি হনুমানের প্রাণহানি ঘটেছে। মৃত্যুর পর এগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে।
বলেন, চিরসবুজ লাঠিটিলা বনে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাস রয়েছে। তবে এভাবে প্রতিনিয়ত হনুমানগুলো মারা গেলে অচিরেই সব হারিয়ে যাবে। এখনই এদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমি জেনেছি। এটি একটি দুঃসংবাদ। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক তারে কভার প্রটেকশন দেওয়ার ব্যবস্থা করবো যেন ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না হয়।

