ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজার ও হবিগঞ্জে ফের সড়কে প্রাণ গেলো ২ জনের। পৃথক এ দুটি দূর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। নিহতের একজন শ্রমিক ও অপরজন অটোরিকশা যাত্রী। পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকায় যাত্রীবাহি ম্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন।
নিহত শ্রমিকের নাম আবুল কালাম (২৬)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়ার সুলেমান মিয়ার ছেলে। আহতরা হলেন- ইমন মিয়া (১৭), শাহিন মিয়া (১৯), রিমন মিয়া (৩৫), জুলহাস মিয়া (১৮), সাজিদ মিয়া (৫৫), হিমাংশু ধর (৪৫) ও আবু সালেক (২৯)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা।
অপরদিকে বুধবার দিবাগত রাত পৌনে ১১টায় মৌলভীবাজারে প্রাইভেটকার ও অটোরিকশা সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হন।
পুলিশ জানায়, শমশেরনগরের কানিহাটি চা বাগানের রাস্তার মোড়ে অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে অটোরিকশা চালক ও যাত্রীরা গাড়ি থেকে ছিটকে পড়ে যান। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধুরাম ভৌমিজ (৪২) মারা যান। আহতরা হলেন- কাঞ্চনী মাঝি, অর্জুন মাঝি, সনাতন মাঝি, রানী মাঝি ও কার্তিক মুন্ডা।
ঘটনার সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন, আহত পাঁচ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

