মনজু বিজয় চৌধুরী॥ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্স-বাংলা ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়াসহ প্রেস ক্লাবের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সাধারণ সম্পাদক আবদুল মালেক হিমু ও সিনিয়র সহসভাপতি অধ্যাপক অপু আলম। এরপর ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণ হলে প্রবাসী সাংবাদিকদের জন্য এক হল বরাদ্দ থাকবে। দেশে এলে তারা সেখানে তাদের বিভিন্ন কার্যক্রম করবে।’সোমবার বিকেলে দেড় ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে প্রবাসী-বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া তিনি ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

