মনজু বিজয় চৌধুরী॥ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম সাধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত শহিদ মিনারের শুভউদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!২১ ফেব্রুয়ারী মঙ্গলবার শহিদ মিনার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক শেফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং মনুমুখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিবুর রহমান লেফাছ,২নং মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান উদয়ন কেজি স্কুলের প্রতিষ্ঠাতা আবুল বসর,মামুন আহমেদ ইউপি সদস্য।
এদিকে অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংক্ষীপ্ত বক্তব্য রাখেন দিলদার মিয়া,হাসিদ মিয়া,আছিয়া বেগম সহ আরও অনেকে।এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

