ডায়ালসিলেট ডেস্ক: বিশ্ব স্কাউটের জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১১৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে বি.পি. দিবস পালিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!দিবসটি উদযাপন উপলক্ষে ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর মোঃ শরীফ উদ্দিন, জেলা স্কাউটের সম্পাদক ফয়জুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনির মিয়া প্রমুখ।
জানা যায়, ১৯১৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতীয় শাখার অংশ হিসেবে এ জনপদে স্কাউটিং শুরু হয়। পরবর্তী সময়ে ‘ইস্টবেঙ্গল স্কাউট অ্যাসোসিয়েশন’ এবং মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের এপ্রিল মাসে ‘বাংলাদেশ বয় স্কাউট অ্যাসসোসিয়েশন’ গঠন করা হয়।

