শাল্লা প্রতিনিধি :: দিরাই-শাল্লার সংসদ সদস্য ডক্টর জয়া সেনগুপ্তাকে উদেশ্য করে কটাক্ষ করা কথিত সেই এস এম শামীমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন ও দিরাই উপজেলার ৪নং চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!
বৃহস্পতিবার বিকাল ৩টায় শ্যামারচর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের দিরাই-শাল্লার নেত্রী ড. জয়া সেনগুপ্তাকে নিয়ে এস এম শামীমের যুবকটি যে কুরুচিকর মন্তব্য করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।’
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ কালাই মিয়ার সভাপতিত্বে ও চরনারচর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জগদিশ সামন্ত, শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নওশের মনিরসহ আরো অনেকেই।
প্রসঙ্গত, সাবেক জামায়াত শিবিরের কর্মী ও সিলেট জেলা বঙ্গবন্ধু তথ্য ও প্রযুক্তি লীগের সভাপতি এস এম শামীম তাঁর নিজ ফেসবুক ‘S.M Shamim’ আইডিতে লিখেন- ‘‘কতবড় নির্লজ্জ সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ! তারপরও ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখতে চায়, মনে হয় যেন দিরাই-শাল্লা তার বাপ-দাদার সম্পত্তি”।
শুধু তাই নয়, আওয়ামী লীগের পদদারী নেতাদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুৎসা রটিয়ে সম্মানহানি করা তাঁর কাজ। এসব কুৎসা রটনা করতে গিয়ে একাধিকবার শাল্লার সাধারণ জনগণের তোপের মুখে পড়তে হয়েছে এই শামীমকে। এই পোস্ট দিয়ে দিরাই-শাল্লাসহ সারাদেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সে। যার পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করে সংসদ সদস্যের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।
প্রসঙ্গত, সুনামগঞ্জ ২ (দিরাই—শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা কে নিয়ে ফেসবুকে মানহানিকর কুরুচিপূর্ণ ও স্ট্যাটাস দেওয়ায় এস এম শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার বিকালে শাল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম তাকে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শাল্লা থানার উপ পরিদর্শক আব্দুল আলীম সিলেটের আম্বরখানা এলাকা থেকে শামীম কে গ্রেপ্তার করে। আটককৃত এসএম শামীম শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও কসবা হাটির মৃত জাবেদ আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত এসএম শামীম সিলেট স্বাদ এন্ড লিমিটেডে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলেন।

