সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত ১জনের মৃত্যু হয়েছে। এর আগে দেশের প্রথম মৃত্যু হয়েছে সিলেটের চিকিৎসক ডা.মঈনের। আবারো সিলেটে প্রথম একজন ব্রাদার (নার্স) এর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাত সোয়া দশটার দিকে মারা গেছেন নার্সিং এই কর্মকর্তা(ব্রাদার)। তার নাম রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের আই সি ইউ ইনচার্জ ডা. এইচ আহমদ রুবেল।
তিনি বলেন, সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা (ব্রাদার) রুহুল আমিন করোনা রোগীদের সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হন। পরে তিনি করোনা আইসোলেশন সেন্টার ভর্তি হন।
আজ (শুক্রবার) সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শামসুদ্দীন হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এসময় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রুহুল আমিনের কিডনী সমস্যা ছিল বলে জানা যায়।