নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ২৪ঘন্টায় আবারো করোনা ভাইরাস আক্রান্তে সনাক্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে পুরুষ ৪৪ জন ও মহিলা ৫জন।
আজ শনিবার রাত পর্যন্ত করোনা পজেটিভ আক্রান্ত রোগীর সংখ্যার বিষয়টি সিলেট ওসমানী মেডিকেল কলেজ একজন চিকিৎসক নিশ্চিত করেছেন।
ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে। বাকি ১৩১ জনের নেগেটিভ আসে।
এদিকে আক্রান্ত রোগীর মধ্যে সকলেই সিলেট জেলার। তারা হলেন সিলেট সদরের ১৭ জন। ফেঞ্চুগঞ্জ ৪জন, বিশ্বনাথ ৮জন, এছাড়াও জকিগঞ্জের ১৪ জন, জৈন্তাপুর ৩ জন, বিয়ানীবাজার ১ জন, পজেটিভ ধরা পড়ে। সিলেট সদরের মধ্যে মুরাদনগর ২জন রয়েছেন।
এর মধ্যে সিলেট সদরের প্রশাসনিক বিভাগের ৮ জন সদস্য, বিশ্বনাথ থানার ৮জন পুলিশ সদস্য, এবং ফেঞ্চুগঞ্জ থানার আরো ৩জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তারা দেশের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সেবা প্রদান করতে গিয়ে অনেকের সংস্পর্শে এসে আক্রান্ত হন। এদিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলশাহ ইউপি চেয়ারম্যান জুলফিকার নাইন লষ্কর করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
এদিকে সিলেটে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে জানা যায়, এ পর্যন্ত সিলেটে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮৭৪জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬১জন, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১ এবং মৌলভীবাজারে ৯৮ জন আক্রান্ত হয়েছেন।
আজকের রাত পর্যন্ত সিলেটে জেলায় ৪৯ জন বেড়ে মোট আক্রান্তে সংখ্যা দাড়ালো ৪১০জন। বিভাগজুড়ে আক্রান্ত হলেন ৯২৩ জন।
দেশে এভাবে চলতে থাকলে করোনা আক্রান্তের সংখ্যা আরো ভয়াবহ পরিস্থিতির রূপ ধারণ করবে।