মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ২৭ হাজার পিস ভারতীয় বিড়িসহ নূর মিয়া(৬০) নামে একজনকে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর থানা এলাকার আমতৈল ইউনিয়নের দিঘীর পাড় বাজারের গরুর হাটের সামনে আটককৃত ব্যক্তির দোকান ঘরে তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে হলুদ রংয়ের ৫৪ প্যাকেট, মোট ২৭,০০০ শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা।
আটককৃত নূর মিয়া মৌলভীবাজার সদর উপজেলার আদুপাশা গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

