সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুন) রাতে নাসিমের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
নমুনা পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার দুপুর ১২টার সময় শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ নাসিম হাসপাতালে আসেন। এরপর করোনা উপসর্গ দেখতে পাওয়ায় তার নমুনা সংগ্রহ করে করোনা টেষ্ট করা হলে রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে নাসিম সাহেব আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’ তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।তানভীর শাকিল জয় তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।