ডায়ালসিলেট ডেস্ক::   করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে মোট মারা গেছেন ৭০৯ জন এবং শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন । এক দিনে করোনার সংক্রমণে এটাই সর্বোচ্চ সংখ্যা। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। সুস্থ হয়েছেন ৫২৩ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মারা গেলেন ৭০৯ জন ও সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৪ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ১১ হাজার ৪৩৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭টি নমুনা।

আজ মঙ্গলবার দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জনের।

এর আগে রোববার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৩৮১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২২ জন।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, শুধু কথা বলার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন। তাই মাস্ক পরা বাধ্যতামূলক। ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরলেই হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *