ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়ায় ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ দিবস উদযাপন করা হয়।ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের নেতৃত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবালের পরিচালনায় দিবসের শুরুতে সকাল ১০টায় র‌্যালির আয়োজন করা হয়।র‌্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্কাউটস সদস্যরা অংশগ্রহণ করেন।র‌্যালি শেষে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মোমিন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *