ডায়ালসিলেট ডেস্ক:: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৯৫ জন ।
Thank you for reading this post, don't forget to subscribe!সব মিলিয়ে করোনায় মোট মারা গেছেন ৭৪৬ জন এবং শনাক্তের সংখ্যা ৫৫ হাজার১৪০জন। নতুন সুস্থ হয়েছেন ৪৭০ জনসহ মোট সুস্থের সংখ্যা ১১ হাজার ৫৯০ জন।
আজ (বুধবার ০৩জুন ২০২০ইং) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, শুধু কথা বলার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন। তাই মাস্ক পরা বাধ্যতামূলক। ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরলেই হবে।

