ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের শুরুতেই ভরে গেছে আম গাছে আমারে মুকুল।পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস।ব্যক্তি উদ্যোগে বাগানগুলোতে ভরে গেছে আমের মুকুল।গাছে গাছে ফুটছে আমের মুকুল।চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ।বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ।যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে।
সরেজমিনে শ্রীমঙ্গল উপজেলা ঘুরে দেখা যায়,পশ্চিম ভাড়াউড়া,রুপসপুর,উত্তর ভাড়াউড়া, আশিদ্রোন,সিন্দুরখান এলাকায় প্রতিটি বাসা-বাড়ির আম গাছগুলোতে শোভা পাচ্ছে কেবলই মুকুল।এ যেন হলুদ আর সবুজের মহামিলন।মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বাগান মালিকরা। মূলত আবহাওয়াগত কারনে দেশীয় জাতের গাছে এই আগাম মুকুল আসতে শুরু করেছে বলে জানান বাগান সংশ্লিষ্টরা।

