ডায়াল সিলেট ডেস্ক ॥ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে “নিরাপদ জ্বালানি , ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালন করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের মৌলভীবাজারের সার্বিক সহযোগীতায় আজ বুধবার (১৫ মার্চ)জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফীকুল ইসলাম এর সঞ্চালনায় সভায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা (সার্বিক) প্রভাংশু সোম মহান।

এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বর্ণানী পাল,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মলি আক্তার,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখানা, জেএম ও ফ্রন্টডেস্ক) ঊর্মি রায়,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা প্রমূখ। এ সময় তিনি বলেন, জনগণকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তৎপর থাকতে হবে। নিজ অধিকার সম্পর্কে জানলে জনগণ সোচ্চার হয়ে উঠবে এবং এতে করে অধিদপ্তরের কাজ অনেকাংশেই সহজ হবে। প্রত্যক্ষ, পরোক্ষ বা ডিজিটাল হয়রানি রোধে সকলকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *