মনজু বিজয় চৌধুরী॥  ১৯৭৫ সালের১৫ ই আগষ্ট মর্মন্তুদ হত্যাকান্ডে শহীদ হন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির সহধর্মিণী শহীদ আরজু মণি সেরনিয়াবাত এর ৭৭ তম জন্মদিন উপলক্ষে বুধবার ১৫ মার্চ  আয়োজনে জেলা যুবলীগ  এর সাবেক সাংগঠনিক সম্পাদক হোসেন মোঃ ওয়াহিদ সৈকত উদ্যোগে দুস্তদের নিয়ে দোয়া মাহফিল‌ ও রান্না করা খাবার বিতরণ ণকরা হয়েছে। পরে শতাধিক এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *