ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে মসজিদের ইমাম, খতিব ও স্থানীয় আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ মার্চ শহরের উত্তর বাজারস্থ ব্যাংক প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।ব্যাংকের শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার মিশিগান ওলামা পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেম মাওলানা আবদুস সালাম মুহাদ্দিস, উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুর রহমান ইমরান, গণকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী প্রমুখ।
Thank you for reading this post, don't forget to subscribe!সভায় ইসলামী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল প্রডাক্টসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ব্যাংকের শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দিন। তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করেন।

