ডায়ালসিলেট ডেস্ক:: বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন। আর মারা গেছেন ৩৫ জন। সবমিলে দেশে করোনায় শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৬ জনের। আর মারা গেছেন ৮৪৬ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন।এ নিয়ে সর্বমোট ১৩ হাজার ৩২৫ জন সুস্থ হয়েছেন।
সব মিলিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন। মোট মারা গেছে ৭৮১ জন। সর্বশেষ মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ৬ জন নারী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানিয়ে বলা হয়, মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ৬ জন নারী।
ব্রিফিংয়ের আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৮৬ জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ১৪ হাজার ৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা।দেশে ৫০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।
অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, শুধু কথা বলার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন। তাই মাস্ক পরা বাধ্যতামূলক। ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরলেই হবে। তবে এটি একক কোনো পদ্ধতি নয়। ভাইরাস প্রতিরোধে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

