নিজস্ব প্রতিবেদক :: এবার সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬জন।  আজ শনিবার রাত পর্যন্ত সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট পজেটিভ সনাক্ত হয়েছেন ১হাজার ৪৭৯জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৬৬ জনের পজেটিভ এবং বাকি ১১৮ জনের নেগেটিভ আসে। আক্রান্তের মধ্যে ১১জন মহিলা এবং ৫৫জন পুরুষ রয়েছেন। তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা।

বিষয়টি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে সিলেট জেলায় মোট করোনা রোগী আক্রান্ত হয়েছেন ৮৪৯ জন এবং মারা গেছেন ২৩ জন।

এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র অনুযায়ী, সিলেট বিভাগের মধ্যে আক্রান্ত ১৪৭৯ জনের মধ্যে সিলেট জেলায় ৭৮৩জন এবং মারা  গেছেন ২৩ সুনামগঞ্জ জেলায় ২৭০জন এবং মারা গেছেন ২ জন হবিগঞ্জ জেলায় ২০৮ জন  এবং মারা গেছেন ২ জন মৌলভীবাজার জেলায় ১৫২জন ও মারা গেছেন ৪জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *