মনজু বিজয় চৌধুরী॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে আজ (২৬ মার্চ) রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার( অর্থও প্রশাসন) মোহাম্মদ নাছের রিকাবদার,জেলা পরিষসাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,জেলা ইউনিট কমান্ড মো: জামাল উদ্দিন প্রমূখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা মেয়র ফজলুর রহমান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন অতিথিরা। এরপর এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স¥ারক তুলে দেন অতিথিরা।