ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি মীর নাহিদ আহসানের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে এক বিদায় সংবর্ধনা হাসপাতালের সম্মেলন কক্ষে দেয়া হয়।
বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জয়নাল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু, সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সহ সভাপতি ডা: ছাদিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হক মান্নান। পরে বিদায়ী জেলা প্রশাসককে হাসপাতালের পক্ষে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বিদায়ী জেলা প্রশাসক আবেগ আপ্লুত হয়ে বলেন, প্রায় ২৫৪টি প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক। এর মধ্যে বিএনএসবি চক্ষু হাসপাতাল অন্যতম। হাসপাতালটির প্রশংসা করে বলেন, মানবসেবায় সর্বোচ্চ পর্যায়ে কাজ করে যাচ্ছে। যে কারণে নিজেকে তিনি গর্বিতবোধ করেন। কর্মকালে সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি।
তিনি যতদিন বেঁচে থাকবেন, যেখানেই থাকবেন মৌলভীবাজার বাসির মধুর স্মৃতিগুলো স্মরণ তাকবে। তিনি সদ্য প্রতিষ্ঠাকরা জেলা কালেকটরেট স্কুল এন্ড কলেজের প্রতি সকলের দৃষ্টি রাখার আহবায়ন করেন।

