ডায়ালসিলেট ডেস্ক॥ মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও শতাধিক অসহায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার ১০ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে অসহায় রোজাদার ও পথচারীদের হাতে ইফতার তুলে দেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাবেক কোষাধ্যক্ষ ছৈয়দ ছায়েদ আহমদ, সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, কার্যকরি কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব, প্রেসক্লাবের সদস্য আব্দুর রব, সৈয়দ আমিরুজ্জামান, মোমিনুল হোসেন সোহেল, শাহাব উদ্দিন আহমদ, শামসুল ইসলাম শামীম, গোলাম কিবরিয়া জুয়েল, রুবেল আহম্মদ, মিজানুর রহমান আলম এবং ঝলক দত্ত।
ইফতার বিতরণ কার্যক্রম শেষে শ্রীমঙ্গল প্রেক্লাবের সদস্যরা ক্লাবে বসে ইফতার করেন।

