বড়লেখায় দিনমজুর হত্যায় মামলা

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

বড়লেখায় দিনমজুর হত্যায় মামলা

ডায়ালসিলেট ডেস্ক:  বড়লেখায় দিনমজুর সুজন দাসকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা ঘটনার প্রায় এক মাস পর অবশেষে থানায় মামলা রেকর্ড হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করেন থানার ওসি মো. ইয়ারদৌস হাসান। নিহত সুজন দাস উপজেলার দক্ষিণ বাগিরপার গ্রামের মৃত ককিল চন্দ্র দাসের ছেলে।
এই হত্যা মামলার আসামীরা হলো, উপজেলার দক্ষিণ বাগিরপার গ্রামের শৈতেন দাসের ছেলে শিমুল দাস (২৫), মৃত প্রমেশ দাসের ছেলে পিংকু দাস ও বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র দাসের ছেলে মনিলাল দাস (৩০)।
নিহত সুজন দাসের মা অর্চণা রানী দাস পুত্র হত্যার অভিযোগে তিন জনের বিরুদ্ধে সম্প্রতি বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। মঙ্গলবার আদালত এই হত্যা মামলাটি রেকর্ডভুক্ত করে এফআইআর প্রেরণের জন্য থানার ওসিকে নির্দেশ দেন।
বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করেছেন। শনিবার দুপুরে মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়ে দিয়েছেন।

0Shares