ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ রাসেল মিয়া নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ০৩ টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল।
রাজনগর থানার এসআই মোঃ কামাল উদ্দিন, এএসআই আব্দুল কাদের জিলানী, এএসআই মোঃ সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট জেলার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে আজ (১৯ এপ্রিল) বিকাল ০৫.০০ ঘটিকার সময় রাসেলকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রাসেল সিআর ৪৭/১৮ (রাজনগর) মামলায় পেনাল কোডের ৪০৬ ধারায় অপরাধ করায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাসেলের বিরুদ্ধে আরও ০২ মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে।
আসামি মোঃ রাসেল মিয়া রাজনগর থানাধীন ০১ নং ফতেহপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।