ডায়ালসিলেট ডেস্ক: মাছ ধরা বন্ধের ঘোষণার সাথে সরকারি ভাবে মৎস্যজীবীদের ভাতা প্রদান করা, রেশনিং ও বয়স্ক ভাতা চালু করার দাবিতে মৌলভীবাজার শহরে মৌলভীবাজার মৎস্যজীবী ইউনিয়ন (প্রস্তাবিত) মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী শহরে চৌমুহনায় দূপুর ২:৩০টায় প্রস্তাবিত মৎস্যজীবী ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার মৎস্যজীবী ইউনিয়ন (প্রস্তাবিত) এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবুল হাসান, প্রস্তাবিত ইউনিয়নের সহসভাপতি মিয়া ধন, সাধারণ সম্পাদক মনজব আলী, সদস্য সাদিক মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমূখ নেতৃবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!
