ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্স শ্রীমঙ্গল`র প্রকল্প পরিচিতি সভা শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্স শ্রীমঙ্গল প্রকল্প অফিস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।সভার শুরুতে প্রকল্প উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর উপপরিচালক ড. মো. তারেকুজ্জামান। সভায় উপস্থাপিত লিডারশীপ এমবডি এসোসিয়েশন ডিমানডিং টু এনশিওর রাইটস (লিডার) প্রকল্প বিষয়ে মতামত ব্যক্ত করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ কন্দ, সহ-সভাপতি জেসমিন আক্তার, মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন`র (ইমজা) সহ-সভাপতি আহমদ ফারুক মিল্লাত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসকে দাশ সুমন, আমরা পারবে নারী ও কিশোর সংঘের নেতৃবৃন্দ, চা শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মন্তব্য তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক ও কলামিস্ট মোঃ এহসানুল হক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য কলামিস্ট আমিরুজ্জামানসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রকল্প পরিচিতি সভায় উপস্থাপিত প্রকল্প থেকে জানা যায়, ব্রেকিং দ্য সাইলেন্স এনজিও সংগঠনটি শিশু, যুব ও নারীদের অধিকার বাস্তবায়নকারী স্থানীয় সহযোগী সংস্থা যা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে। দাতা সংস্থা অক্সফ্যাম বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন এর Empowering Women Through Civil Society Actors in Bangladesh (EWCSA) শীর্ষক প্রকল্পের আওতায় Leadership Embody Association Demanding to Ensure Rights (LEADER)” নামক প্রকল্পটি এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক সিলেট বিভাগের পচিশ টি চা বাগানে ২০২০-২০২৪ সাল পর্যন্ত দাতা সংস্থা অক্সফ্যাম বাংলাদেশ ও ইউরোপিয়ন ইউনিয়ন এর সহায়তায় বাস্তবায়িত হবে।এর মধ্যে মৌলভীবাজার জেলায় ১৮ টি চা বাগান, হবিগঞ্জ জেলায় ৩ টি এবং সিলেট জেলার ৪ টি চা-বাগানে কাজ করা হবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, চা বাগানের নারী ও কিশোরী, বিটিএ, শ্রম অধিদপ্তর, সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও জনপ্রতিনিধি, চা শ্রমিক, জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সহযোগী সংস্থা এবং গণমাধ্যম এ প্রকল্পের অংশীজন। ২০২৪ সালের ৩১ মার্চ এ প্রকল্পটির মেয়াদ শেষ হবে।এ প্রকল্পে বাজেট রাখা হয়েছে ৫৭ লক্ষ ৯৯ হাজার ৫১২ টাকা। প্রকল্প কর্ম এলাকা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ১১টি উপজেলার ২৫টি চা বাগান।প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার ৫ টি চা বাগানে (সাতগাঁও চা বাগান, রাজঘাট চা বাগান, মির্জাপুর চা বাগান, এমআর খান চা বাগান, হোসনাবাদ চা বাগান) প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হবে বলে।প্রকল্পটির লক্ষ্য হলো লিঙ্গভিত্তিক সহিংসতা সম্মিলিতভাবে প্রতিরোধে চা বাগানের নারী শ্রমিক ৩ কিশোরী মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং দায়িত্ব বাহককে জবাবদিহি করা।

