সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার বার্ন ইউনিট স্থাপনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বুধবার সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

গত বছর গ্যাসবেলুন বিস্ফোরণে আহত দুই সন্তানের বাবা জ্যোতির্ময় দেব ঝন্টুকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী খুবই মানবিক। তার কাছে যখন যা বলেছি, তা পেয়েছি। গ্যাস বেলুনে আহতদের সুস্থতার জন্য তিনিই সবকিছু করেছেন। আমরা উনাদের বাড়িতেও গিয়েছি।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ।

অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার পরিচালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক নওয়াজিশ ও ডা. সাদিয়াসহ আরও অনেকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *