বিভিন্ন মহলের শোক
Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ইসলামী আলোচক, গবেষক এবং চিন্তক শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি আর নেই। বুধবার মাগরিবের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, বুধবার দিনে কোম্পানীগঞ্জে কয়েকটি মাহফিলে তিনি অংশগ্রহণ করেন। সন্ধ্যার আগে তিনি ফিরে আসেন দরগাহ মাদ্রাসায়। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি ১৯৬৯ সাল থেকে শিক্ষাকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য।
বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
হেফাজতের শোক :: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর ও জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
এক শোকবার্তায় হেফাজতের আমীর ও মহাসচিব বলেন, প্রবীণ আলেমে দ্বীন মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেম। ছাত্র অবস্থা থেকেই তিনি অত্যন্ত মেধাবী হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। তৎকালীন সময়ে তিনি ছিলেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর অন্যতম মেধাবী ছাত্র।
শিক্ষকতা জীবনেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘদিন যাবত তিনি হাদিসের দরস দিয়ে ইলমী খিদমত আঞ্জাম দিয়েছেন। একই সাথে তিনি সিলেটের অন্যতম প্রধান দ্বীনি শিক্ষাকেন্দ্র জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ইলমী খিদমতের মাধ্যমে তিনি হাজার হাজার আলেম-উলামা তৈরি করেছেন।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী একই সাথে দ্বীনি আন্দোলনের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অন্যায়-অবিচার, ইসলাম ও দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। তিনি দক্ষতার সাথে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নায়েবে আমীরের দায়িত্ব পালন করে গেছেন।
এমন একজন প্রবীণ ও অভিজ্ঞ আলেমে দ্বীনের ইন্তেকালে দেশ ও ইলমী দুনিয়ার বিশাল ক্ষতি হয়ে গেলো। যার শুন্যতা কখনোই পূর্ণ করা সম্ভব নয়। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের নাজাত ও দারাজাত বুলন্দির জন্য দোয়া করি। একই সাথে পরিবার পরিজন ও ছাত্র-মুহিব্বীনদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহ সকলকে সবরে জামীল দান করুন। আমীন।
মহানগর আ. লীগের শোক : বিশিষ্ট আলেমে দ্বীন, সিলেটের ঐতিহ্যবাহী ক্বওমি মাদরাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ এর সিনিয়র সদর ও দরগাহ মাদ্রাসার মুহতামিম এই আলেমে দ্বীন জীবদ্দশায় অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর মৃত্যুর খবরে সিলেটের আলেম সমাজসহ ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক : বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, দেশজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ছাত্র, ভক্ত-অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, বিখ্যাত এ আলেমের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
নজরুল ইসলাম বাবুলের শোক : দেশের প্রখ্যাত ইসলামী আলোচক, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে শাহজালাল (রহ.) মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র পদপ্রার্থী, জাতীয় পার্টি’র কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের আহবায়ক শিল্পপতি নজরুল ইসলাম বাবুল।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। হুজুরের মৃত্যুতে আমরা সিলেটবাসী এক আধ্যাত্মিক ধর্মীয় পুরুষকে হারালাম। এ ক্ষতি অপূরণীয়। দোয়া করি পরুম করুণাময় আল্লাহ হুজুরকে যেন জান্নাত উঁচু মাকামে দান করুন। আমিন।’

