মনজু বিজয় চৌধুরী॥ দেশে বাল্যবিবাহের দিক থেকে সিলেট অঞ্চল সবচেয়ে এগিয়ে। বিভাগের ৪জেলার মধ্যে মৌলভীবাজারে বাল্যবিবাহ বেশি হচ্ছে। এ জেলায় বাল্যবিবাহের হার ৪৭.৬ শতাংশ।মৌলভীবাজার জেলা প্রশাসন ও এফআইভিডিবি আয়োজনে সার্কিট হাউজে বিভিন্ন গণমাধ্যমে কর্মকর্তারা ২৫ জন সাংবাদিক নিয়ে বাল্যবিবাহের কারণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে অবহিতকরণ ও আলোচনা সভায় এমন তথ্য জানিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মী বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) প্রভাংশু সোম মহান প্রমুখ।
এসময় জেলা প্রশাসক জানান, গ্রামাঞ্চলে ইভটিজিং বেশি হয় তাই মা বাবারা সন্তান নিয়ে নিরাপদ থাকেন না বলেই বাল্যবিবাহ দিয়ে দেন। তাই ইভটিজিং রোধ করতে পারলে বাল্যবিবাহ অনেক কমে আসবে। এছাড়া নারী শিক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
করোনাকালে মৌলভীবাজারে বাল্যবিবাহ বেড়ে গিয়েছিলো জানিয়ে আগামীতে বাল্যবিবাহ রোধে জেলার সকল কাজী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে আলোচনার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

