ডায়াল সিলেট ডেস্ক : বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় বৃহস্পতিবার (১৮ মে) একটি মামলা দায়ের করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বনবিভাগসূত্রে জানা যায়, ভাটেরা হিল রিজার্ভে টহল শেষ করে বিট কর্মকর্তা হাফিজুর রহমান ও স্টাফ ফরমান আলী বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে ভাটেরা অফিসে ফিরছিলেন। বিট অফিস সংলগ্ন রেললাইন এলাকায় তারা পৌঁছামাত্র ৪/৫ জনের একটি সন্ত্রাসীদল দা ও লাঠিসোঁটা দিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে।
হামলায় লাঠির আঘাতে বিট অফিসার হাফিজুর রহমান ও ধারালো অস্ত্রাঘাতে স্টাফ ফরমান আলী মাথায় মারাত্মক জখম হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, হামলার ঘটনায় বৃহস্পতিবার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

