ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে শ্যালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফুফা মোহাম্মদ হানিফকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৭ মে) রাত সাড়ে ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হলে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বিকালে উপজেলার মাধবপুরের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে শিশুটির বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেন।
ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বুধবার বিকালে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তার ফুফা হানিফ তাকে লিচু ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে পাশের লেবু বাগানের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে গিয়ে শিশুটি অসুস্থ্য হয়ে পড়ে এবং পরিবারের লোকজনকে সব জানালে রাতেই শিশুটির বাবা থানায় মামলা করেন।
ঘটনার পর অভিযুক্ত হানিফ পালিয়ে যেতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাতেই গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ।

