নিজস্ব প্রতিবেদক :: ২৪ ঘন্টায় সিলেটের দুটি ল্যাবে করোনায় আক্রান্তে মোট সনাক্ত হয়েছেন ১০৬ জন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৭৮জন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮জন।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২৪ জুন) রাত পর্যন্ত সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১৪ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ২৮২জনের নমুনা পরীক্ষা করা হলে ৭৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২০৪ জনের আসে নেগেটিভ। এর মধ্যে ২৪ জন মহিলা এবং ৫৪ জন পুরুষ আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ১৮৭ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১৬০জনের নমুনায় আসে নেগেটিভ।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ৬০ জন।

