ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে সেলিম মিয়া (৫৫) নামের ০৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল (৩১ মে) মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মৌলভীবাজার সদর থানাধীন ইমাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সেলিম মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি সেলিম মিয়ার বিরুদ্ধে সিআর ১১/২০১৮ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে পেনাল কোডের ৪০৬ ধারার ০২ বছরের সশ্রম কারাদণ্ড এবং পেনাল কোডের ৪২০ ধারার ০৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামি সেলিম মিয়া মৌলভীবাজার সদর থানার মোহাম্মদপুর গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
আজ সকালে আসামি সেলিম মিয়াকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

