ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শ্রীমঙ্গলে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ
করা হয়েছে।
শনিবার (৩ জুন) বেলা ১১ টায় উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপকার ভোগিদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব এর সভাপতিত্বে এ সময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক কালাপুর ইউনিয়নের ১৪০ জন কে বয়স্ক ভাতা, ৪৭ জনকে প্রতিবন্ধি ভাতা প্রদান করা হয়।