ডায়াল সিলেট ডেস্ক : বড়লেখা পৌরসভা প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পরও নেই এক ইঞ্চি নিজস্ব ভূমি। প্রশাসনিক কার্যক্রম চলছে জেলা প্রশাসনের ভূমিতে। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পৌরসভা এলাকার প্রবেশ দ্বারে স্বাগত জানানোর পরিবর্তে লোকজনকে বরণ করা হয় দুর্গন্ধ দিয়ে। মশার উপদ্রবে অতিষ্ট পৌরবাসী। ঘনবসতিপূর্ণ এলাকায় সংকীর্ণ রাস্তার কারণে পৌঁছে না জরুরী রোগীর এ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি। কৃত্রিম জলাবদ্ধতায় অনেক এলাকার বাসিন্দারা দুর্ভোগ পোহান। শহরের যানজট নিরসন, আবাসিক এলাকার বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়াসহ দ্রুত এসব সমস্যা সমাধান করে নাগরিক সেবা নিশ্চত করার প্রত্যাশার কথা জানালেন পৌর নাগরিকরা। আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানালেন পৌর নাগরিকরা।
বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়নে শনিবার দুপুরে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। এতে পৌর নাগরিকরা তাদের পৌরসভাকে যেভাবে দেখতে চান সেভাবেই গড়ে তোলার আশ্বাস দিলেন দুই বারের নির্বাচিত পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নানা প্রাপ্তি ও প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, বড়লেখা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহেদ আহমদ, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সমনবাগ চা বাগানের সাবেক জেনারেল ম্যানেজার শাহজাহান আকন্দ, ডা. দিগেন্দ্র চন্দ্র নাথ, ডা. নজরুল ইসলাম, সাবেক শিক্ষক সৈয়দ ছয়েফ আহমদ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্রাইমারী শিক্ষক মনির উদ্দিন, মীর মুহিবুর রহমান, ব্যবসায়ী শৈলেন্দ্র দেব নাথ, আব্দুল মালিক বনাই প্রমুখ।
