নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আরো ৮৯জন পজেটিভ সনাক্ত হয়েছেন। এতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৪ জন এবং সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৫৫ করেনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪হাজার ৮১০ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০৩ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৪৬ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ২৪ জন, ও মহিলা ১০ জন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ১৮৮ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১৩৩ জনের নমুনা আসে নেগেটিভ।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ৭৯ জন।এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১হাজার ৮৭জন।

