শরীরে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। (ইন্নালিল্লাহি ওয়া ….. রাজিউন)
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (০৩রা জুলাই ২০২০ইং) সকাল ১০টায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত মঙ্গলবার (৩০শে জুন ২০২০ইং) বিকেলে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি-না তা সে বিষয়ে জানা যায়নি।

