নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব ও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা আক্রান্তে মোট সনাক্ত হয়েছেন ৮৯জন।
শুক্রবার রাত পর্যন্ত সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬০ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৩৫ জনের আসে নেগেটিভ। এর মধ্যে পুরুষ ৩৩ জন, ও মহিলা ২০ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ১৩২ স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ১৪৭ জনের নমুনা আসে নেগেটিভ।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ০৩৬ জন এবং মারা গেছেন ৮১ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৭জন।