Last updated on জুলাই ৫, ২০২০ at ০৫:৩০ অপরাহ্ণ
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট ডেস্ক:: সিলেটে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪০ জন এবং মারা গেছেন ৮৪ জন। শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রোগির সংখ্যা বেড়েছে ৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জ জেলায় ২৫ জন, মৌলভীবাজার জেলায় ১৬ জন্। এ সময় মৃতু্ হয়েছে ৩ জনের। মৃত ৩ জনই সিলেট জেলার।
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২৩১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯০ জন, সুনামগঞ্জ জেলায় ৪৯ জন, হবিগঞ্জ জেলায় ৭০ জন, মৌলভীবাজার জেলায় ২২ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত মোট ৫ হাজার ৪০ জন ও মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৪৯১ জন, সুনামগঞ্জ জেলায় ৫৭৫ জন, হবিগঞ্জ জেলায় ২৯৫ জন, মৌলভীবাজার জেলায় ২৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৭৩৪ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৬২ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৭২২ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫২২ জন।

