সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সায়ীদ মো. আব্দুল্লাহ।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২১ জুন) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
নির্বাচনের আগে বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান ও সায়ীদ আব্দুল্লাহ দ্বন্দ্বে জড়ান। এরপর আফতাব হোসেন খান প্রতিপক্ষের বাসার সামনে অস্ত্রের মহড়া দেন। এ ঘটনায় থানায় মামলা ও নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশন আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করে।
নির্বাচনে সায়ীদ আব্দুল্লাহ পান ১ হাজার ৪৮৬ ভোট।

