ছাতক সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকের মরদেহ উদ্ধার সুনামগঞ্জের ছাতকে আছির আলী নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরির একজন স্থায়ী শ্রমিক ও পৌর সভার পূর্ব নোয়ারাই গ্রামের মৃত উমর আলীর পুত্র।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (২৫ জুন) দুপুরে নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর (টিলাগাঁও) সংলগ্ন ডাকারখেউ বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকিরসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
আছির আলীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এভাবে তিনি প্রায় দিনই কাউকে না বলে আত্মীয় বাড়ি চলে যান। তারা ভাবছিলেন তিনি হয়তো কোন আত্মীয় বাড়ি চলে গেছেন। রোববার দুপুরে খবর পেয়ে বিলে গিয়ে আছির আলীর মরদেহ তারা দেখতে পান।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

