৩ জুলাই মেয়র হিসেবে অভিষেক হতে যাচ্ছে আনোয়ারাজ্জামান চৌধুরীর। এদিন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচত মেয়র ও কাউন্সিলরা শপথ গ্রহণ করবেন। ওইদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ পাঠ করানো হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম তাদের শপথ পড়াবেন। এ অনুষ্ঠানে প্রধামন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।

একইদিনে রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররাো শপথ গ্রহণ করবেন।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মাহবুবা আইরিন সাক্ষরিত এই প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

গত ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিন নগরের ৪২ টি ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর ও ১৪ টি সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *