ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের অভিযানে আছকির আলী নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) ভোরে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আছকির ওই এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!থানা সূত্রে জানা যায়, থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় এএসআই তপন দেব ও তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শরীফপুর ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বাঘজুর থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকির আলীকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

