নিজস্ব প্রতিবেদক::  সিলেটে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ৯০ জন। আজ সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রোগির সংখ্যা বেড়েছে ১৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জ জেলায় ৩০ জন, হবিগঞ্জ জেলায় ৪৬ জন, মৌলভীবাজার জেলায় ৩৫ জন্। এ সময় মৃতু্ হয়েছে ৪ জনের। মৃত ৪ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জ জেলার ১ জন, মৌলভীবাজার জেলার ১ জন।

এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন, সুনামগঞ্জ জেলায় ৪৭ জন, হবিগঞ্জ জেলায় ৭৩ জন, মৌলভীবাজার জেলায় ২২ জন।

সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত মোট ৫ হাজার ২৬২ জন ও মারা গেছেন ৯০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮০২ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৫৪৭ জন, সুনামগঞ্জ জেলায় ৬৫৬ জন, হবিগঞ্জ জেলায় ৩১৭ জন, মৌলভীবাজার জেলায় ২৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৮০৯ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৯২ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৮০৪ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫৫৭ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *