ডায়াল সিলেট ডেস্ক : বৃষ্টির শংকা কাটিয়ে সুন্দর প্রকৃতিতে মৌলভীবাজারে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) জেলা শহরের টাউন ঈদগাহে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ছয়টায় প্রধান ঈদ জামাতে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
ঈদ নামাজ শেষে পশু জবেহ করে বণ্টন করছেন সামর্থ্যবান মুসলমানেরা।
মেয়র ফজলুর রহমান বলেন- আবহাওয়ার পূর্বাভাস ছিলো ঈদের সকাল হবে বৃষ্টিময়। AccuWeather Forecast গ্রাফে দেখায় ঈদের দিন সকালে মৌলভীবাজারে মুষলধারে বৃষ্টি হবে।
মেয়র বলেন- এ নিয়ে রাতভর দুশ্চিন্তার শেষ ছিলো না। অনেকেই ফোন দিয়ে জানতে চান বৃষ্টি হলে ঈদের নামাজ কিভাবে আদায় করা হবে! বিভিন্ন গণমাধ্যম থেকেও জানতে চাওয়া হয়। বৃষ্টি হলে ঈদগাহ ময়দান শুকানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখি। পৌরসভার কর্মীরাও প্রস্তুত ছিলো। অবশেষে মহান আল্লাহ তাআ’লার অশেষ রহমত ও করুণায় আমরা বৃষ্টিমুক্ত সকাল পেয়েছি। একইসাথে ছিলো না রোদের প্রখরতা। তিনটি জামাতই অত্যন্ত সুন্দর প্রকৃতিতে আদায় হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি।
এদিকে বড়লেখায় ঈদের নামাজ আদায় এবং নির্বাচনী এলাকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
শ্রীমঙ্গল শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
এছাড়া জেলার সাতটি উপজেলার কয়েক হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *