ডায়ালসিলেট ডেস্ক:: করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল (রোববার) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক শোকবার্তায় অধ্যাপক নুরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে, অধ্যাপক ডা. নুরুল আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ, সাবেক আইপিজিএমআর (ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চ, বর্তমানে বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। পরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগ দেন এবং সেখান থেকেই অবসরে যান তিনি। অবসরের পর ইব্রাহিম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান, ইব্রাহিম মেডিতেল কলেজের অধ্যক্ষ এবং বারডেমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

