ডায়াল সিলেট ডেস্ক মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে রহমান মার্কেট মাতৃি জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোর বা চোর চক্র শুক্রবার রাতের কোন এক সময় দোকানের শাটারের তালা ভেঙ্গে দোকানে ঢুকে প্রায় দেড় ভরি স্বর্ণ ও রুপা লুট করে নিয়েছে। খবর পেয়ে সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আকরাম আলী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দুটি বাঙ্গা তালা ও একি রড় উদ্ধার করে। বিশ্বজিত মল্লিক বলেন, প্রতিদিনের মতো রাত অনুমান ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকানের এসে দেখেন একটি শাটানের তালা নেই দুটো তালা ভাঙা। ভেতরের সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে গ্লাসের ভিতরে স্বর্ন ও রুপা নেই। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আকরাম আলী বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *