ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনদিন ব্যাপী ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে চৌমুহনা পয়েন্ট থেকে সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন স্বেচ্ছাসেবীরা।
এই সময় সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব মোঃ সোহান হোসাইন হেলাল, নির্বাহী পরিচালক মুজিবুর রহমান জসনু, আবুল মাসুম রনি, মোহাম্মদ সুমন, মাসুম আহমদ রাফি, শেখ রাফি আহমদ ছাকিব, শেখ মোহাম্মদ মারুফ, মো. রেজাউল করিম রাফি, তৌহিদুর রহমান রানা, আব্দুল আজিজ ইমন, ইয়াছিন আহমদ রাজু, শেখ মেহেদী হাসান, আতিকুর রহমান ইয়ামীন, আব্দুল্লাহ আল মোহাইমিন রমি, শেখ তামজিদ হোসেন অভি, হাসানুর রহমান, জুবায়ের আহমদ তায়েফ, ফরজান আহমদ, শাহ সিজলু আহমদ, ফয়সাল আহমেদ শাহী, নাছিম চৌধুরী, সাকিব আহমদ শিহাব, মাহিবুল ইসলাম সামী, আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, মাহতাবুৃল ইসলাম উদয়, তাহছিন খান ইমাদ, জায়েদুল ইসলাম আমিনুল, মুহিবুর রহমান সোহাগ, শাহরিয়া রহমান শিহাব, সাদ্দাম মিয়া, শাহ নাজিবুর রহমান নাফিজ, মোহাম্মদ কবির মিয়া।
মৌলভীবাজার জেলার সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) প্রতি বৎসর ঈদ এবং পূজাসহ বিভিন্ন উৎসব এর সময় ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় এবছরও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই কর্মসূচি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট স্টেডিয়াম সংলগ্ন গরুর বাজার, চৌমুহনা, পশ্চিম বাজার, কুসুমবাগে প্রায় ৬০ জন সেচ্ছাসেবী এই ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচিতে দায়িত্ব পালন করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *